বিকেলের নিবিড় ক্ষণে
কবিতার কত স্বপন বুনে
বর্ষা ভেজা ফুল সৌরভে
গৌরবে  শোনালে গান।


বহুকালে বুক পিঞ্জরে
হেথায় রেখেছি যতনে
রক্তে মম মিশেছে তাই
চুম্বকে নাড়ির টান।।


মায়া ডোরে বাঁধিলে মোরে
শত চেষ্টায় নাহি ছিঁড়ে
বসুধার আপন রীতি
কত যে শক্ত আকর্ষণ।।


সহসা কোন্ সে ঝড়ে
সমাজের সব সম্ভব ভিড়ে
আবেগ নামের অন্ধকারে
নিভৃতে তোমারই আগমন।।


রচনাঃ১৯ জুলাই,২০১৯। ঢাকা।