—ভুলে যাই—
      


ভুলি সবে, ধনী দীনে, সকল প্রভেদ
শোক-দুখ পাপ-তাপ, করবো বিদায়,
হৃদয়ের ক্ষত দাগ আছে যত খেদ
বিষাদ বেদনা ঘোর— অতীতের ছায়।
জড়তা সংকীর্ণ দৃষ্টি, তিক্ততার স্বাদ—
অসারত্ব ধ্যান-জ্ঞান, পুরাতন ধায়,
নীতিহীন কর্মপথ— ভ্রম মতবাদ;
মুছে যাক অন্ধকার নতুন আশায়।


হৃদি ভরি পুণ্য আলো মঙ্গলে সবারে—
নব তানে সাম্য রীতি  বাজুক ললিতে;
পিছে থাক স্মৃতিটুকু ডাকিও না তারে
ধরাতে মহান কিছু— লও অবনতে।
ভুলিয়া  আপন পর তুলে নিও ক্রোড়ে;
অযুত আঘাত ফেলি, বিশ্ব প্রেমে মেতে।


  
     রচনাঃ২৩/০৪/২০২১