চাইছো তুমি করতে বিলীন
আমার হৃদয়ভূমি
তৌহিদের ঐ অগ্নিঝড়ে
যাবে ভেসে তুমি ।
যতই তুমি বীজ বুনে যাও
রঙ্গীন খোয়াব দেখে
ততই আমি শুদ্ধ হবো
রক্ত আবীর মেখে ।
ভয় দেখাতে যতই তুমি
বানাও আয়নাঘর
রুখতে তুমি পারবে নাকো
কালবৈশাখির ঝড় ।