কিসের আশায় কিসের মায়ায় জীবন কাটে মিছে হায়
একদিন সবার যেতে হবে থাকার কোন নাই উপায়।।


আর তো ফিরে আসবি না মন এই ভবের ও মায়ার মেলায়
হেলায় ফেলায় কাটলো জীবন বুঝলি রে তুই শেষের বেলায়।।
কোন দেশেতে যাবি রে মন জীবন শেষের মরন বেলায়।
কিসের আশায় কিসের মায়ায় জীবন কাটে মিছে হায়


অনেক কিছুই খুজলিরে মন খুজলি না সেই ঠিকানা
যেথায় অনন্ত অসীম সূখের নেই যে কোন সীমানা।।
দেখ না এবার দেখনা রে তুই অন্তর চক্ষু মেলে হায়।
কিসের আশায় কিসের মায়ায় জীবন কাটে মিছে হায়


জানিস রে মন সবই যদি বুঝিস না কেন রে হায়
সেই ঠিকানার সন্ধ্যান আছে কোরআনের ঐ পাতায় পাতায়।।
আয় না ফিরে আয় না রে তুই কোরআনের ঐ ঝরনাধারায়।
কিসের আশায় কিসের মায়ায় জীবন কাটে মিছে হায়


কিসের আশায় কিসের মায়ায় জীবন কাটে মিছে হায়
একদিন সবার যেতে হবে থাকার কোন নাই উপায়।।