পথিক, এ কোন পথে চলছো তুমি দৃপ্ত পদভারে
একাকী নীরবে শংকাহীন ছুটে চলছো নিরন্তর ,
আপন বিশ্বাসের আলোয় নির্ভয়ে এ পথ চলা।
পথিক, তোমার গন্তব্য কোথায় ?
শ্বাপদ সংকুল কাকর বিছানো পথে ,জানো কি পথিক
কেন তোমার এই নিরন্তর ছুটে চলা ?
সিরাতুল মুস্তাকিম। এ পথেই তোমার
অবিরাম অনন্ত যাত্রা !
কখনো কোন ক্ষণে সংশয় দ্বিধার আবছায়ায়
যদি শ্লথ করে দিতে চায় চলার গতি।
চলতি পথের বাঁকে বাঁকে ওত পেতে থাকা
বিশ্বাসখেকো ঘুনে পোকারা, অষ্টপ্রহর
কুরে কুরে খেতে চায় বিশ্বাসের শক্ত ভিত।
ফিনিক্স পাখির মতো আবারো জেগে উঠো তুমি
অন্তরের আরো গহিনে সুকঠিন দৃঢ়তায় ,
প্রোথিত করো বিশ্বাসের ঐ শক্ত ভিত।
ইতিহাসের পাতায় পাতায় লিখে দাও সেই অমর অমীয় বাণী
লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।