খোদার রাহে প্রাণ যে বিলায় তাহার কিসের ভয়
যতই আসুক বাধার পাহাড় জয় হবে তার জয়।
রুখবে কে রে জলোচ্ছাসের তীব্র গতির ধারা
যাবেই যাবে দূর হয়ে সব অত্যাচারীর খাড়া।
আয় রে জওয়ান হও আগুয়ান হাকছে ভবিষ্যত
সত্য পথে প্রাণ বিলাবি কার আছে হিম্মত।
বাধার পাহাড় পায়ে দলে করে নে রে পথ
দূর হবে সব জীর্ণ জরা জঞ্জাল যত সব।
প্রলয় নিশান উড়লো রে ওই বিজয় ডংকা বাজে
নতুন দিনের আজান দে রে সকাল বিকাল সাঝে।