এই দুর্যোগের দিনে
অজানা শত্রুর আক্রমনে
বিবর্তিত না হোক মন,
যে মন নিয়ে মোমবাতি জ্বেলেছো
প্রতিটি ক্ষনে।


বিবর্তিত না হোক প্রেম
যে অনুরাগ দিয়ে
এতদিন তাজমহল গড়েছো!


যে অজানা শত্রুর আগমনে
সফর দীর্ঘায়িত হতেছে
নিয়ম হতেছে নিয়ত গোলমেলে-


এই সংকটের ক্ষনে
বেয়াড়া শত্রুর বিচরনে
বিবর্তিত না হোক দৃষ্টি
যে চোখ দিয়ে অরণ্যকে সবুজ দেখেছো
আজ তা বিবর্ণ না হোক।


বিবর্তন না হোক সম্পর্কের।


এই দুর্ভোগের দিনে
উদ্যমের বিবর্তন না হোক
না হোক উৎসাহের-
এসো,উজ্জীবিত রাখি প্রতিটি অংশ দেহের।
---------------------------------------------
                                          - প্রভঞ্জন ঘোষ