একটা কবিতা লিখবো ভাবছি-
ভাবনার বেশি কিছু নাই,
ভোর-ভোর গোছগাছ করে
একবাটি চাউমিন খেয়ে
রানাঘাট লোকাল ধরে
দশটায় মাসির বাড়ি।
গিয়ে,খেয়ে গুটিকয় ফল
মাসতুতো ভয়েদের নিয়ে
পরিচিত জঙ্গলে-মাঠে
বেরিয়ে পড়ি।
সোনাঝুরি গাছটির তলে
সুমধুর সুশীতল ছায়া
তিনজনে দাগ টেনে টেনে
উচ্ছল বাগ-ছাগ খেলা।
ফিরে এসে মাসির হাতে
ফুলবড়ি-চচ্চড়ি খেয়ে
মাছভাজা, একথালা ভাত
জমিনের বিউলির ডাল
ঘুমিয়ে পড়ি।
উঠে পড়ে পাঁচজন মিলে
পুনরায় নদীর চরায়
হাঁড়ি নিয়ে কড়া নিয়ে
জ্বালানির একবোঝা কাঠ
চাল-আলু-মশলা-মোরগ---
চড়িভাতি  চড়িভাতি আনন্দভোজ!
দশটায় বিছানার তলা
তিনভায়ে গল্প বলা
টুকিটাকি হাজার ধাঁধাঁ,
রাত হয় ঢুলু হয় চোখ
কখন ঘুমের স্রোতে তলিয়ে কাদা।
এই যদি জীবনের
একদিন যাপনের
হয় আঁকিবুকি,
হয় নাকি চিত্রের
একখানা কপি?
হয় না কি কবিতার
সমগ্র লিপি?
..................
........................................
     .