এদের চক্করে পড়লে
উঠোনটাই দেয় কাদা করে,
নিজের আশ্রয়ে নিজেকেই হতে হয় পঙ্কিল।
শেকড়ের লেশমাত্র নেই
শ্যাওলার নিরন্ত দাপাদাপি।


চোখে নিয়ে আলোর মায়াবি
ফাঁদের বাতিঘরে ট্যারেন্টুলা
রস চায়, লসিকা চায়
মস্তিস্কের শাঁস চায় পুরোটাই।


এদের মাথায় লাথি;
সমগ্র বাসাটাই
রোদের চাঁচরে টেনে এনে মুখাগ্নি-
অথবা, ডিমের ভ্রুণটাই থেকে যায় সুরক্ষিত।


ঐ দ্যাখো, হেঁটে যায় ভেকধারী
তিলকচর্চিত শরীর
অথবা, রাজতিলকধারী কোনো মহামতি!
রাজাই বটে,
রাজ্যপাট গুছিয়ে
ঐই দ্যাখো, অমাইক সব উলঙ্গ নৃপতি-
""""""""""""""""""""""""""""""""""""""
          ""''''''''"""""'