ইচ্ছে তো হয় ফুর্তি দিয়ে
আবাধ ঘুরিফিরি
ইচ্ছে কেন ধাক্কা খেয়ে
বক্ষে আসে ফিরি?


ইচ্ছে করে হাতের মধ্যে
মিলিয়ে রাখি হাত
ইচ্ছে কেন বুকের মধ্যে
কুঁকড়ে কুপোকাৎ?


ইচ্ছে তো হয় নিত্য প্রসূন
পঞ্চস্বাদের খাই
ইচ্ছে কেন অমনি জ্বলে'
বুকের মধ্যে ছাই!


ইচ্ছে করে ইচ্ছে মতো
হাওয়ায় উড়ি ফিরি
ইচ্ছে কেন বক্ষে হাঁপায়
গোলকধাঁধাঁয় ঘুরি?-----


ইচ্ছেটা কার হচ্ছে কেবল
আপনি সাজুক রাজা?
ইচ্ছেটা কার হচ্ছে কেবল
আপনি থাকুক তাজা?


ইচ্ছেটা কার হচ্ছে থাকুক
নিজেরা পেট পুরে
আর সকলে রুগ্ন থাকুক
নিত্য অনাহারে?


ইচ্ছে করে অমনি তাদের
ভন্ড মাথাগুলি
শরীর থেকে ছিন্ন করে
অমনি ছিঁড়ে ফেলি।


ইচ্ছে মতো সকল পাওয়ার
সব রেখেছেন পিতা;
আসুন, ওদের গুদাম থেকে
ছিনিয়ে নিয়ে নি তা।-
...................................