কি এক বস্তু খুঁটে নিতে দেহ থেকে
সে এক বক ধব্ ধবে সাদা
ঠোঁট বাগিয়ে থপথপিয়ে আসে,


দেহ মুড়ে রাখে তাকে দেহজ অঙ্গে
খুব লুকিয়ে,-
লুকিয়ে থাকে কি তবু
ঠকিয়ে-ঠকিয়ে?


তবু, তার একটুকরো শুঁড়
ভেসে ওঠে কেঁপে,-
বক নাকি খুঁটে নেয়
চিংড়ির মতো দেহ লুফে!
.............................
                            
            [কবিতাটি আমার 'রাগে অনুরাগে বিরাগে'
            কাব্যগ্রন্থ ২রা শ্রাবন ১৪১১সালে 'সীমানা'
             কলকাতা-২৬, প্রচ্ছদ: শুভঙ্কর, গ্রন্থস্বত্ব:
              লেখক প্রকাশন থেকে নেওয়া হয়ছে।]