লে হালুয়া


এতদিন আমায় ক্ষেপিয়েছিস
এবারে আমার ক্ষেপনাস্ত্রের খেলা দ্যাখ্,


যেন শেষ হতে চায় না-


কতবার বলেছি সুলোলিত বানী
বার-বার কাঁচকলা দেখিয়ে
আমায় করেছিস উত্তপ্ত!
গাছপালা পুড়িয়ে আমারই গা করেছিস ক্ষত
আকাশ ছ্যাঁদা করে
আমার মুকুট করেছিস ছিদ্র,
কারখানার ধোঁয়ায়
আমার চক্ষু করেছিস লাল!


এইবারে দেখে নে হাল।
করুকে ছাড়ছি না
রাস্তা-ঘাট সব সুনসান্
মুখে কাপড় জড়িয়ে উদ্ভট মূর্তি
বাড়িতে বসে থাক।
এক বছর বসিয়েছি
আবার এক বছর বসে-বসে খাবি খা।


কতবার শুনিয়েছি সতর্ক ধ্বনি
এইবারে পাগলা ঘন্টা শুনাই-
শুনছি না আর কোন আকুতি-মিনতি।


মর মর যতই বলি
তবু ও বলে যাই- বেঁচে থাক সবাই-
দেখি,মারনাস্ত্র কতটা নিস্ক্রিয় করাই।
--------------------------------
---