মাটির নীচে স্টেশন
স্টেশন ভরা আলো
চতুর্দিকে ঝাঁঝকঝকে
চারদিকে জমকালো।


আলোর মধ্যে দু'চোখ জ্বেলে
দারুন মোহনীয়
ছুটে আসে পাতালরেলের গাড়ি
সবার প্রিয়-


গাড়ির ভেতর পা দিয়ে ভাই
সে যে কি যে আরাম
জুড়োয় সকল মনের ধকল
পালায় ঘুমের ব্যারাম।


এক নিমেষে এখান থেকে
ওখান চলে যাওয়া
শীতের দিনে গরম, গ্রীষ্মে
ঠান্ডা হাওয়া খাওয়া।


এমনি খোলে এমনি আবার
বন্ধ হয়ে যায়
সার্সি দেওয়া দরজাগুলো
সর্ব বগির গায়।


নাই ঝাঁকানি, ধ্যাদধ্যাড়ানি
নাই কোন হুল্লোড়
চড়তে হলে যাও না কেন
শ্যামবাজারের মোড়।
========================