আজ যারা
হয় তো বা ভবিতব্য এ ভবের
ভাবে হাতে করবে হরন
শোন তবে-
মানুষের অসম্মানে
মানুষই জবাব দিয়েছে।
সুতীক্ষ ফলার মতো জেগে ওঠে
মানুষের বোধ, বিবেক-সিদ্ধান্ত
জাগরিত হয়;
পুঞ্জিভুত হয় স্ফুলিঙ্গ
বিসুভিয়াস লাভা
লালিত হয় সূর্যের একান্ত গহীনে-
মানুষের বিপন্নতায়
মানুষই জাগরিত হয়েছে
ভেঙেছে অমানুষিক বাধা।


আজ যারা ভাবে
চটকের অন্তর্জালে
আজ যারা ভাবে
অনু-পরমানু নিয়ে
সাজাবে জুয়ার ঘুঁটি
আজ যারা হোলির খেলায় মত্ত হতে চায়
সাজিয়ে মারন গোলা
তারা ও মৃত হয়
ধ্বংস হয় তাদের ও সংসার
মানুষের রূঢ় প্রত্যাখানে
পদাঘাতে;
পদাঘাতে-পদাঘাতে
করেছে মসৃন- উঁচু নীচু দাঁত যত
মানুষই করেছে
এ ধরণী উন্নত
এ সমাজ সংযত
এ সমাজ বিশোধিত।


ঝরে পড়ে-ধ্বসে পড়ে-ভেঙে পড়ে
কুটিলের ধান্দ ভান্ডার
জাগো বোধ, জাগো বোধ
চেতনার রুদ্রাভ আয়ুধ সম্ভার
একযোগে হানো, ভানো
নারকীয় আয়োজন
পিশাচের লালিত সংসার।
-------------------------------------
     """"""'"'""''''''''