ফিরিয়ে আনতে গিয়ে
কালো হয়ে আছে দেখি
ঝুরঝুরে কয়লার মাঝখানে
স্ফটিকের ন্যায়
উজ্জ্বল কি এক সৃষ্টি!
হীরে চাই
না সবুজ বনানী।


ফিরিয়ে আনতে গিয়ে দেখি
থমকে আছে
আষাঢ় অম্বরের ন্যায়
গুরুগম্ভীর সংগীত!
গমক চাই
না উচ্ছল সঞ্চারী।


ফিরিয়ে আনতে গিয়ে
রক্তিম হয়ে আছে দেখি
হয়ে আছে দেখি কিঞ্চিৎ শিথিল,
পাকা চাই
না অপক্ক তোতাপুরী- - -


ফিরিয়ে আনতে গিয়ে
অন্তর উদ্বেল হয় দেখি,
আসলে-
সবই একরকম ভেল্কি।
==========================


    *(এখানে তোতাপুরী আমকে বোঝানো হয়েছে।)