স্বপ্নে দেখা শহর-
শান্তি এবং সৌহার্দে
গ্রামের দ্বিগুন বহর।


স্বপ্নে দেখা গ্রাম-
উদারতায় মনে আসে
জনক রাজার নাম।


স্বপ্নে দেখা খাবার-
বাটির মধ্যে উপচে দিত
প্রকৃতি তার ফলার।


স্বপ্নে দেখা লোক-
জ্ঞান-গরিমায়, সঞ্চালনে
সয়ম্ভু নির্মোঘ।


স্বপ্নে দেখা দেশ-
স্বর্গ যেন ছড়িয়ে দিত
আরেকটি তার বেশ।
........................