তারা-তারা দূর হয়ে যাক।
কারা-কারা?
রামু-শামু-শ্যামুয়েল
ওসাকাকা, প্লুতিনির
আকবর, ঝিয়াচুং-----


যারা শুধু পুষে রাখে
আঁকে-বাঁকে,
বৃক্ষের শাখে-শাখে
আলয়ের প্রতিটি কোণায়,-


তারা-তারা খসে যাক
বৃক্ষের পাতার মতন,
জুবুথুবু পড়ে থাক
স্তুপাকার একটি কোণে;


যারা নিয়ে বসে থাকে
শুধু-শুধু, শুদুমুদু
জিদ্ আর অহংকার
রাত্রি-দিনে।
-------------------------------