মাছ হলে মা মাছের কাঁটা
বের করে সবদিনই
ভাতের সঙ্গে খোকার মুখে
পুরিয়ে দিতেন তিনি।


চিংড়ি মাছের, বোয়াল মাছের
স্বাদে খোকার মন
আহ্লাদেতে ফুর্তি কতই
হত না তখন।


আজকে,ফলুই মাছের ভাজা
খোকার পাতে ফেলে
যেই না গেছেন একটুখানি
অন্যদিকে চলে,


অমনি, সে খুব লোভের বশে
মাছের ভাজাখানি
খপাৎ করে যেই খেয়েছে-
প্রচন্ড কাৎরানি!


অনেক কষ্টে অনেক সাধ্যে
মা কয়দিন ধরে
গলার কাঁটা নামিয়েছিলেন
নানান চেষ্টা করে।


তারপরেতে এই জেনেছি
তড়বড়িয়ে আর
খায়নাকো সে মাছ কখনো
খেলে পুনর্বার।
"""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"""""""'''''''