-কত দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে ব্যাপারগুলি
  অথচ, কাজের কাজ হচ্ছে না কিছুই;
   পদ্মপুকুর সেঁচে ভেড়ি বানালো
  মেঠো পথে ঢাললো মিহি কংক্রিট,
   সবই হল-
  সংকরায়ন করল সাবেকি ধানবীজ-
পূর্বজ কোনো চিহ্নই রাখলো না সমাদৃত!
    এরই নাম দিলো উন্নতি-
  গানে আনলো ডিজি সঙ্গীত
মাঠে ছেটালো বিষাক্ত পেষ্টিসাইড
মাছে নিয়ে এলো হাইব্রিড,
  আকছার মুরগিতেও-
অথচ মূল্যবান হচ্ছে না কিছুই।
বিন্নি ধানের ঘ্রানের কাছে এ ধান ঘ্রানহীন
রূপচাঁদা মাছের কাছে এ মাছ স্বাদহীন----
পূর্বজ ব্যাপারগুলি সবই হাবিশ!
অথচ, দরকার ছিল না কোনোকিছুরই
গোড়ার কাঠে দিতাম যদি যথার্থই পালিশ।
              ........................           -প্রভঞ্জন
                   .............
                         .