১লা বৈশাখ
মহঃ সানারুল মোমিন
        নগর,মুর্শিদাবাদ
         ০১/০১/১৪৩২

১লা বৈশাখ এখন আর মনে দাগ কাটেনা
স্মৃতির পাতায় দেখি
বাধাঘাটের পাড়ে দিলীপ বিনয় আক্রমের এক ঠোঙায় পাটালি বাতাসা খাওয়ার গল্প
বাড়িতে নিজ হাতে তৈরি বোদে  মিহিদানার  ইতিবৃত্ত
আম পাতা আর নিমপাতায় সাজানো মুদিখানা দোকানের গ্রাম প্রীতি,মধুর সুরের গীতি

আজ আর নেই সেই বন্ধুত্ব
সেই স্মৃতি কথা
আছে আকাশের বুকে সাজানো বারুদের গন্ধ
রক্ত ভেজা মাটির আর্তনাদ
বাতাসে করুণ কান্নার ধ্বনী
এই নিয়ে দিন কাটে,প্রতি পদে কষ্টে  আছি
অতীতের স্মৃতি নিয়ে বাঁচি ।

সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা----