আমার মায়ের স্নেহ ভালোবাসা
         বাংলা মায়ের সৃষ্টির আশা।
         আমার প্রাণের বাংলা ভাষা।
আছে মিষ্টি মাটির প্রাণে।
আছে বাউল চন্ডীর গানে।
আছে জোয়ার ভাটার টানে।


আমার মায়ের প্রানের আশা
         প্রিয় ভাইয়ের রক্তে ভাসা।
         আমার প্রাণের বাংলা ভাষা।
আছে সৃষ্টির আদি চর্যাপদে।
আছে গ্রাম্য পল্লীর প্রিয়পথে।
আছে হৃদয়ের  সাথে সাথে।


আমার স্বপ্ন আমাদের আশা,
         আমার মায়ের হৃদয় আশা।
          আমার গর্বের বাংলা ভাষা।
আছে মায়ের কোলে,প্ৰিয়জলে।
আছে ধন্য শস্য ফুলে ফলে।
আছে বর্ণমালার কোলাহলে।


               এই ভাষাতেই শুনি,
               প্রেমের মধুর বানী।
      প্রিয় জনের ভালোবাসার প্রতিধ্বনি।


এই ভাষাতেই জগৎ তীর্থে যাওয়া আসা।
অধিক শান্তি ,আনন্দে সুখে কাঁদা হাসা।
       আমার প্রাণের বাংলা ভাষা।
       তোমার স্বপ্নের বাংলা ভাষা।
তোমার আমার সবার প্রানের বাংলা ভাষা।