মাটির পেটের ভিতরে,
রাখা ছিল আতি গভীরে,
ছিল চির ঘুমন্ত।
এলো দিবাকর ,
জাগালো বারবার,
হবে তুমি জীবন্ত।
ওঠো ওঠো সবে,
পখিরা রয়েছে কলরবে,
আশ্রয় দেবে তাদের।
করেছি অনেক আয়োজন।
এসেছে বায়ু রাশি,
বলে অতি ভালোবাসি,
তোমায় দিবো জীবন।
এলো মেঘমালা,
আমাদের বড় জ্বালা,
রয়েছে জগৎ তোমার লাগি।
রয়েছে শীতল ধরা,
ভালোবেসে ডাকে যারা,
সদা রয়েছে জাগি।


করলে কথার আদর,
শুনেছি ধরণী অতি সুন্দর,
করলে বহু আহ্বান।
হয়নি আদেশ,
রয়েছে বিধাতার নিষেধ,
গেয়ে দিও আমার গান।
সাজাবো ধরা,
দিও বারবার সাড়া,
ভালো লাগে অতি।
ছায়াতে ঘুমাতে দেব,
ফুলে ফলে ভরে দেব,
নেই চিন্তা--রয়েছে শ্রেষ্ঠ মানব জাতি।