অলস সকাল
        মহঃ সানারুল মোমিন


এখনও ঘুমায় অলস সকাল,
কুয়াশার শীতল চাদর মুড়ে।
রবির নয়নে নোনতা জল-
সরে গেছে উষ্ণ বায়ুর তীরে।


ঝরে পড়ে বেদনার অশ্রু জল,
সে যেন আজ ভোরের শিশির-
আঁধারে লিখে অসহায় বিকাল,
লজ্জায় পৃথিবী নীরব শান্ত ধীর।