শুধু আশা,প্রাণের ভালোবাসা,
আমার প্রাণের বাংলাভাষা।
ছড়িয়ে যাক সারা বিশ্বময়,
হোক বাঙালীর এ বিশ্বজয়।


পৃথিবীর প্রতিটি কোনে কোনে,
প্রত্যেক বাঙালীর মনে মনে।
হোক নতুন রবির উদয়,
হোক বাঙালীর এ বিশ্বজয়।


বাংলা মা স্নেহের ছলে,
কি সুধা দিল মুখে ঢেলে?
সে  আমার বাংলা ভাষা,
আমার প্রাণ,ভালোবাসা।


আর নয় সে দিন বেশি দূরে,
রত্ন আস বে বাংলার ঘরে।
হবে বাঙালীর বিশ্বজয়।
ছড়িয়ে যাক সারা বিশ্বময়।


বাংলা হতে আলোকবর্ষ দূরে,
সুর হোক শুধু বাংলার সুরে।
আমার ভাষা,আমার প্রাণ,
গাও শুধু বাংলার জয়গান।



রচনা কালঃ ২৮ শে জুন-২০১৭
                 রাত্রি ৮.৩০ মি।বুধ্বার।
অফিস থেকে বাড়ি ফেরার পথে।