অনুসন্ধান
     মহঃ সানারুল মোমিন


অতি নীরবে চুপে চুপে,
কিছু স্মৃতি খুঁজি ফেলে আসা সময়ের স্তুপে।
ছেঁড়া ছেঁড়া মেঘ,নেমে আসে নীল আকাশের বুক চিরে,
পুন্য মিলন কুঞ্জ মেলা,এসেছে কাশ শরতের অস্থায়ী হাতটি ধরে-


নীরব ছবি গাঙ চিলে,
আশা জাগে,স্মৃতি আছে ফেলা আসা মোবাইলে।
অজানা রৌদ্র নামে অচেনা পথটি চুইয়ে,উজান নদীর বাঁয়ে,
কিছু স্মৃতি খুঁজি,পিছুনে ফেলে আসা জীবনের পুরানো গান গেয়ে-  


নীরব বাঁশের কাঠ,
ধুলো বালি জঞ্জাল ভরা জীবনের মাঠ ঘাট।
খুঁজি সুর কাঠের বুকে,মৃতপ্রায় অসহায় মানব জাতির সুখে।
ছন্দ হীন,বাড়ে ঋণ দিন প্রতিদিন,সুর মুখে বেদনায় ভাসে দুঃখে।
...........................................................................
০২-১০-২০২০ শুক্রবার
খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারত