এসো বন্ধু,
আমাদের স্বপ্নের নীড়ে,
যেথায় রয়েছে হাজার সুখের পল্লী  কুঁড়ে।
দেখো,শুধু সুখ আর সুখ সেথা-
হাজার মায়া মমতায় গাঁথা।


ভোরের আগেই ঘুম ভেঙে যায়,
অজানা পাখিদের সুমধুর কলতানে।
হাজার পাখি নেচে ওঠে সেথা-
নিজ সুরে সুরে,নিজ গানে গানে।


চন্দ্র নক্ষত্র নেমে আসে জোনাকির আহ্বানে।
শত ফুলের ঘুম ভাঙে মৌমাছি,প্রজাপতির চুম্বনে।


পরিরা আসে, সবুজ ঘাসে।
কাটায় সারা রাত্রিবেলা,
সোনালী চরে, ঘাসের ধারে।
করে শুধু খেলা আর খেলা।


রাতের পাখি, মেলে থাকে আঁখি।
যেন কেউ না যায় চলে।
যাওয়ার বেলা, কানে কানে দিও একটু বলে।