নষ্ট প্রজাপতি


আমি   নাকি নষ্ট প্রজাপতি,
             কিছুই করিনি কারো ক্ষতি।
তবে কেনো, কারা যেনো-
             “দুষ্ট” নামে করলো পরিচিতি।


মনের সুখে, কখনো দুঃখে
             গিয়েছি ফুল সুরভিত বাগে,
হবে দুর্নাম, যদি জানতাম,
            কখনই যেতাম না আগে।


ডানায় রঙ বে-রঙের ছবি,
           এখনও উদাস মনে ভাবি।
এ নাকি ভালোবাসার ছাপ,
          না জীবনে দেওয়া অভিশাপ।


আর যাব না উড়ে, রবো ঘরে,
           মনের মাঝে  বাজে দুঃখ।
ব্যথার কথায় বেদনা বাড়ে,
           সদা ফাটে হৃদয় মন বুক।


ভাবনারা আজ ছেঁড়া ছেঁড়া,
            নিস্তব্ধ চুপচাপ  নীরব।
হৃদয় বাগান পোড়া পোড়া।
           ব্যথা আজি আনন্দে সরব।