আমি রয়েছি বাংলা মায়ের কোলে।
করিয়েছ স্নান স্নিদ্ধ শীতলও জলে।
চির নিদ্রায় রেখো মাটির বিছানায়।
কি শান্তি? কি সুখ? আনন্দের সীমা নাই-


আমায় রেখো সবুজ ধানের শীষে।
আমায় রেখো বসন্তের রঙে মিশে।
আমায় রেখো রাখালের বাঁশির সুরে-
আমায় রেখো শীতের সোনা রোদ্দুরে।


রেখো মা-গো তোমারও চরণও তলে।
ছেড়ো মা-গো-ডেকেছি মা-গো বলে।
হিমেল বাতাসে জুড়াইও মোর প্রাণ।
সারাজীবন গাইতে দিও তোমার  জয়-গান।