ও আমার বর্ষা প্রিয়া,
বলি তোমারে, বারে বারে,
বহু আদরে, যাও না ফিরে,
আমার ঐ মনের সাগরে,
ঝরাও বাদল ধারা হৃদয়ের তীরে!


বলি ওগো শুনো শুনো,
আমার হৃদয় এখনও,
রয়েছে শুকনো,পাতা ঝরানো,
নিরাশা মাখানো, কাঁদিছে তখনও,
এসো এসো প্রিয়া, যেওনা  কখনও!


বলি তোমারই কানে কানে,
হৃদয়ের পুষ্প কাননে, বিষাদেমনে,
আছে ব হু জনে,চায়  মনে মনে,
অপেক্ষায় র য়েছে তোমার আগমনে,
আন ন্দের ধারা ঝরে হৃদয় গগনে!


প্রিয়া বলি তোমায়,
হৃদয়ের পাখি সব,রয়েছে নিরব,
পিপাসি সব,করে কলেরব,নেই মোর জবাব,
ডাকিছি তোমায়, বহু আশায়,
অনেক ভালোবাসায়,এসো এই বর্ষায়!