চলো আম কুড়ায়
মহঃ সানারুল মোমিন


ঐখানে ঐ ঝোপে ঝাড়ে,
বন্ধু বাতাস, বৈশাখী ঝড়ে।
টপাস টুপুস, মিষ্টি সুরে,
সবুজ হলুদ আমটি পড়ে।


আয় ছুটে আয়,বাগানে যায়,
ছোট্ট কচি খোকা খুকির দল।
ঝুড়ি ভরে,একটু আদর করে
আম কুড়িয়ে,করি কোলাহল।


কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে,
মেটাবো মনের সকল আশা।
মিষ্টি বায়ুর, মিঠা সুরে ---
খুঁজবো অচিন পাখির বাসা।


....................................।
১৫/০৭/২০২২-শুক্রবার