মেঘেদের চোখ জলে
           আঁকা ছবি রামধনু।
মাটির পাঁজরের ব্যথা-
           সুর তোলে বাঁশ বেণু।


হেমন্তের বুক ঢাকে
           ঘন কুয়াশা আবরণ।
স্রোতের আশা ভাঙে
           মানে না সে দিনক্ষণ।


প্রভাতের অলসতায়
          ঘুম ভাঙে চোখ ব্যথা।
সোনালী রোদের বুকে
          লিখা আছে নানা কথা।


কথা গুলি থেকে যায়,
          খাম মোড়া পাঁজরে।
ভেসে চলে দুঃখ ছবি
           রাখিনা তো নজরে।


কত বুক জ্বালা বেদনায়
             শিশিরের কম্পন।
চলে আসে সুখ দুঃখ
            মানে না সে দিনক্ষণ।


মুছে যাক দিনগুলি
            যারা দেয় শুধু বেদনা।
শান্তিতে ঘুম পাবো
            চলে যাক সব ভাবনা।