বন্ধু তুই আর আমি
          কাশের বনে,গানে গানে।
রচি আজ সুমধুর সুর।
কিছুটা সুর তুলে রাখি তানপুরাতে,
বাকিটা পায় যেন সোনার নুপুর।


কাশের ঐ আদর ছোঁয়ায়
         মন যে দোলায়,কানায়,কানায়।
হৃদয়ের স্বপ্ন মধুর কোনে।
কিছুটা সুর গেঁথে রাখি একতারাতে,
বাকিটা পায় যেন বন্ধুর ঐ কাশবনে।


কাশকে আজ সাথী করে
        হৃদয় পুরে, মনের তীরে,
রচি কাশের প্রেমের গান।
কাশ তুই থাক না,চির সাথী হয়ে,
জুড়াবো এই মন প্রাণ।
::::::::::::::::::::::::::::::::::::::::::
৩০/০৯/২০২২ শুক্রবার
নগর, মুর্শিদাবাদ,প:ব,ভারতবর্ষ