"বাংলা কবিতা" আসরে এক অন্যতম কবি, আলোচক, শিক্ষক-গুরু, মাননীয়, শ্রদ্ধেয়, পুজনীয় সরদার আরিফ উদ্দিন মহাশয় রচিত “এক কাপ চা খেতে চাই” কবিতাটি (কবিতা আসরে প্রকাশিত - প্রকাশের সময়: ০৯/০৯/২০১৭, ০৮:৩৫ মি:) বিষয়শ্রেণী: জীবনবোধের কবিতা । এক অপূর্ব, অসাধারণ, অতিসুন্দর, স্বচ্ছ স্বাধীনচেতা মনোভাব সম্পূর্ণ কাহিনী-চিত্র  অঙ্কিত মানস পটে রেখাপাত করে দেওয়া কবিতা। এই কবিতাটি কবির এই আসরে প্রকাশিত তৃতীয় কবিতা। ৮০৭ তম  কবিতা-“জাহাজের অন্ধ খালাসী” প্রকাশের সময়: ১৮/০৯/২০২২, ২৩:৪১ মি বিষয়শ্রেণী: জীবনবোধের কবিতা, বিবিধ কবিতা
মন্তব্য সমূহ তিন প্রিয় কবির-
• সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি০৯/০৯/২০১৭, ২১:২৬ মি:
হোক নোংরা রাজনীতি মুক্ত দেশ। প্রার্থনা করি। সহজ সরল জীবন যাপন করতে চাই। দারুন লিখেছেন প্রিয়কবি। শুভকামনা রইল।
• রণজিৎ মাইতি০৯/০৯/২০১৭, ০৯:৩৭ মি:
শুনতে চাই না খুন ধর্ষণ । তাই চা এর সাথে খবরের কাগজ চাইনা। ভালোবাসা রইলো
• মুহাম্মদ রুহুল আমীন০৯/০৯/২০১৭, ০৮:৩৭ মি:
উৎকৃৃষ্ট ভাবনা, সুন্দর কবিতা ৷
কবিতার সারাংশঃ-  সরদার আরিফ উদ্দিন মহাশয় রচিত “এক কাপ চা খেতে চাই” এই কবিতায় কবির কলমের ঝর্ণা ধারায় বারবার প্রবাহিত হয়েছে এক  স্বচ্ছ স্বাধীন সমাজের। কবিতা প্রতি লাইনে প্রকাশিত প্রবল ইচ্ছা। এই ইচ্ছা শুধু মাত্র কবির নই। এই ইচ্ছা সারা পৃথিবীর প্রতিটি মানুষের, প্রতিটি জাতির। শুধু মাত্র এক কাপ চা পান করাটা একটি ক্ষুদ্র সময়ের জন্য। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে আসে নানা সমস্যা। কবি বিশ্ব বাসিকে আহ্বান জানিয়েছেন মানুষের এই সময় টুকু যেন থাকে নির্ভয়ে নিরাপদে আর যেন কাটে নির্বিঘ্নে। আসে যেন প্রভাতের সংবাদ নারী অত্যচার ধর্ষণ বিহীন হয়ে। সাবা বিশ্বের সমাজ আজ অত্যাচারিত লাচ্ছিত বঞ্ছিত । ন্যায় বিচারের জন্য আশাহত।স্বচ্ছ সমাজে একটু জীবন ধারনের জন্য একটু কর্মের সন্ধান। আর সাথে সাথে কর্ম শেষে নিরবিগ্নে দিন শেষে নিজ গৃহে নিজের পরিবারের কাছে ফেরা। কেননা হাজার বিহঙ্গ বাসা হতে বের হয় পড়ন্ত বিকালে সবার ফেরা হয় না শিকারির মায়া জালে আবদ্ধ হয়ে সমাজ থেকে বিচ্ছন্ন হয়ে পড়ে। কবির সমাজের প্রতি একান্ত আহ্বান মুক্ত সমাজ  এর। কবিতা চাহাত রবীন্দ্রনাথ, নজরুল আর লালন ফকিরের বানী হৃদয়ে নিয়ে সময় কাটানো। অহেতুক সময় অপচয় বিতর্কে মাঝে। কবির ভাবনা ইচ্ছা একদিন  সারা পৃথিবী সারা বিশ্ব এই মুক্ত হয়ে মানবতার বিশ্ব গঠিত।
কবিতার এই কবিতা মানবতার ধর্ম বহনকারী এক অমূল্য, অর্থ সমৃদ্ধ কবিতা। এই আহবানে একদিন সারা জাগবেই বিশবের হৃদয়ে। “এক কাপ চা খেতে চাই” এক অপূর্ব,  
    অসাধারণ, অতিসুন্দর,  কবিতা। রচনাটি এই আসরকে উপহার দেবার জন্য শ্রদ্ধেয় কবিকে জানাই হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আশীর্বাদ প্রার্থনীয় l