[০২-১২-২০১৭ তারিখে প্রকাশিত আসরের পরম শ্রদ্ধেয় কবি মাননীয়   ড.সুজিতকুমার বিশ্বাস  মহাশয়ের “তোমার মহিমা” কবিতায় মন্তব্য করতে গিয়ে ০২-১২-২০১৭ তারিখে আমার এইটি লিখা। শ্রদ্ধেয় কবিকে উপহার দিলাম]


আমি তোমার দ্বারে-
ঘুরি ফিরি বারেবারে।
দুই নয়নে দেখেছি তোমার অপুরুপ মহিমা।
সদা তোমার প্রতিমন,রেখেছি আমি সারাক্ষণ।
একটু ভুলে,দিয়ো ক্ষমা-
নিশিদিশি,বেশি বেশি।
আমি তোমায় ভালোবাসি।
নিই তোমার নাম সারাক্ষণ।
ভালবেসো মোরে জীবন মরণ।


এই ধরায় রেখেছো সুখ-
মাঝে মাঝে একটু দুঃখ-
দিয়েছো শত আশা, ভালোবাসা এই জীবনে।
ততটাই দিয়ো হে প্রভু, আমার সুখের মরণে।
তোমার মহিমা,তোমার গরিমা-
দেখেছি দিবানিশি,বেশি বেশি-
আমার এই দুই নয়নে।
দিয়ো প্রভু সদা শান্তি জীবনে মরণে।
দিয়ো প্রভু সদা সুখ, সুখের শয়নে।


......................................................
রচনাকালঃ ইংরাজি-০২-১২-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।