হাজার রাতের হাজার স্বপ্ন দেখি,
                        বাস্তবেতে কই?
আমি অচিন পুরের ভবঘুরে,
                        উল্লাসেতে রই।
কত স্বপ্ন আমার হাতের কাছে,
                       ঘুমের ঘোরে দেখি।
ঘুম ভেঙে চেয়ে দেখি-
                       সবাই দিলো ফাঁকি।
ঐ রুপ নগরের রুপকুমারী
                      আছে স্বপ্ন দিয়ে ঢাকা।
দুষ্টু ঘুমটা চলে গিয়ে,
                      করল স্বপ্নপুরী ফাঁকা।
স্বপ্ন দিয়ে হাজার স্বপ্ন দেখি,
                     স্বপ্ন নিয়ে স্বপ্নপুরী যাবো।
স্বপ্নের মাঝে উড়িয়ে জীবন,
                     স্বপ্ন হয়ে সদা রবো।