নেই কোনো অসুখ-
পেটের যন্ত্রনা, সারাক্ষণ-
শুধু একবেলা খাবারের একটু করুণ আবেদন,
ঐ সুবিশাল আলো মাখানো,
মধুর সুর ভাসানো, অট্টালিকার দিকে।


ক্ষুধাকে সঙ্গী করে-
দাঁড়িয়ে একটু দূরে,
অসহায় মা-শিশু দাঁড়িয়ে অনেকক্ষণ,
রয়েছে বহু অপেক্ষায়,আশায়,
কেউ না কেউ-একটু খাবার, যাবে রেখে।


শুধু একা নয়-
আরও আছে, সবাই-
বহু অপেক্ষায়,বুক ভরা স্বপ্ন নিয়ে,
কখন ঝুড়ি ঝুড়ি পড়বে, এঁটো খাবার?
যেখানে পড়বে, সেখানে পড়বো গিয়ে।



রচনাকাল-
১৯৯৩ সাল-
পথে যেতে যেতে-