[ছোট বেলায় দেখেছি নানান শত শত পাখিদের ঝাঁক আজ আর নেই। শূন্য মাঠ শূন্য ঘাট। আজ সব স্মৃতি। এই নিয়ে কবিতা।]


           চলো যাই পায়ে হেঁটে,
           গ্রাম পল্লির পথে ঘাটে।
          শুনি বেদনার কিছু গান।
নিরাশায় থাকে,          নদী মোহনার বাঁকে,
নেই সুখ কলরব,        মুছে গেছে আজ সব,
            পাই বারুদের ঘ্রাণ।
             কাঁপে মন ও প্রাণ।


            আসে না প্রেমের পাখি,
            জল ভরা দুই আঁখি।
            শেষ পাখির কলতান।
বাজে না সুর ধ্বনি,         বিপদের শব্দ শুনি।
আজ চুপচাপ নিঝুম,       পেয়েছে ব্যথা ঘুম।
            দেহ আছে নেই প্রাণ।
         “ধ্বংস”-একি স্রষ্টার দান?


           আজ মানবতা হাটে,
           শত ধ্বংসের পথে।
           শুনি বেদনার গান।
বিষাদ সুর শুনি,         পাই হিংসার প্রতিধ্বনি,
ধরা ক্রোধে নাচে          যন্ত্রণার ইতিহাস রচে।
             বেদনায় জ্বলে প্রাণ।
             শুনি বেদনার গান।