আজও নীরব থেকো----
হাজার বছর থেকে নীরব মৌনতা,
ভাঙেনা নীরবতা চারি পাশের ব্যস্ততা।
বুকের পাঁজর ছারখার করে জ্বলন্ত দাবানল।
সারা অঙ্গ জ্বলে,নিজের খেয়ালে, চোখে নাই জল।
পুড়ে যায়,হয় ছাই- পৃথিবী পাল্টাই হাজার দিনের ছবি।
ছন্দ সুর হারিয়ে, কবিতাকে তাড়িয়ে। উদাসী নীরব স্থির কবি।
আজও হাহাকার,নেই প্রতিকার ।নীরব পৃথিবী-চির জলন্ত অসহায় রবি।