ঐ শত ফুল,
আর ভালো লাগে না,
তার সুবাসে,মনের দেশে।
আর শিহরণ জাগে না।


সুবাস বিহীন,শুধু নিশিদিন,
গন্ধ ছড়ায় দিনে রাতে।
রুক্ষ শরীর,শুকনো হৃদয়।
কাঁটা লাগে শুধু হাতে।


টবের দেশে,বন্দী শেষে,
হারায় রঙের আশা।
মুখ যে মলিন,শত সখহীন,
হৃদয় হারায় ভাষা।


মনের ভ্রমর, করে না আদর,
নিরাশায় কাটে প্রতিদিন।
প্রাণের ভাবনা,দেয় বেদনা,
শত আশা শূণ্যে বিলীন।


[আজ সব কৃত্রিম, গাছপালা ফুল ফল-ইত্যাদি তার নিজস্বতা দিনেদিনে হারাচ্ছে- কৃত্রিম প্রজনন ঘটিয়ে নতুন রুপ দিচ্ছে-এই নিয়ে লিখা- মানব সমাজে এর কি প্রভাব ?]
................................................................................................
ইংরাজিঃ ০১-০৪-২০১৮
নগর, মুর্শিদাবাদ-