হাজার স্বপ্নের মানচিত্র ছিল হাতে,
ছিল স্মৃতি মাখা সুদীর্ঘ পথ।
কয়েকটি বর্ণ গেঁথে লিখেছিলাম ক্ষণিকের পরিচয়।


ব্যস্ত সময়,
হারিয়ে গেছে শব্দের জোয়ারে,
নির্জন নীরব সৈকত।
ফাঁকা,
জনমানব শূন্য একা।


মুছে গেছে জীবনের মধুর গান।
তবু আশাহীন অনুসন্ধান।
গভীর রজনীর বাঁকা পথ বেয়ে।
উদাসীন গান গেয়ে- খুঁজি কবিতার ভাষা।
খুঁজি জীবনের রঙ্গিল ভাবনাহীন সময়।
পাওয়ার নয়, হয়েছে আবর্তন।
বৃথা আশা, আছি শুধু অর্থহীন অপেক্ষায়।।
.................................................................................
ইংরাজিঃ ০৩-১২-২০১৮
নগর, মুর্শিদাবাদ।