যা চেয়েছি তার চেয়ে অধিক পেয়েছি-
আর চাওয়া?
নয় কখনও কোনদিন।


যত পেয়েছি, তার বেশি খেয়েছি,
রাতে দিনে-
বাড়িয়েছি বোঝা বোঝা  ঋণ।


ছিনিয়েছি পুষ্প মধু,দেখিয়ে মিথ্যা যাদু-
আর নয়-
মিছে মিছে কখনও খেলা।


যেটুকু প্রয়োজন,হয়েছে তার বেশি আয়োজন,
হিসাব মিলবে কি?
হৃদয়ে বাড়বে জ্বালা।


করেছি খুব তাড়াতাড়ি, নিজ ঘরবাড়ি,
জ্বলছে কি আলো?
শরীর ভরেছে ঘন কালো আঁধারে।


বেড়েছে অনেক ঋণ,দিন প্রতি দিন।
চুপ নয় আর,
ভাবছি শোধ করবো একটু,এবারে।


অনেক দিয়েছে বিধাতা,ভর্তি জীবন পাতা।
তবু কেন শূন্য দেখি?
দৃষ্টির বাইরে কেন রাখি দুই আঁখি?


হিসাব বিহীন হিসাব, লিখছি কিতাব।
আর নয় এবারে।
ঋণ ভরা প্রাণ,কোথায় গিয়ে রাখি ?
বলো একবার আমারে?


.......................................................
ইংরাজিঃ ১৮-০১-২০১৮  সময়ঃ ৬.১৫ মিনিট
খড়গ্রাম,মুর্শিদাবাদ।