[শুভ জন্মদিনে আসরের পরম শ্রদ্ধেয়  কবি কবীর হুমায়ুন মহাশয়-এর  প্রতি উৎসর্গ করলাম আমার এই লিখাটি]


আজ শুভ প্রভাতে,
শুভ এই লগনে।
রক্তরাঙা পূর্ব গগনে।
সূর্যের সোনালী কিরণে।
সোনালী কিরণের ঝিলিমিলি।


শত কূজনে, আপন মনে।
অনন্ত খুশির জোয়ার আনে।
শত ভ্রমরা নাচিনাচি আর সুর তুলি।
উদ্ভাসিত, আনন্দিত, বিকশিত শত ফুল।
আসছে মধুর কাননে।
চেয়ে আছে এক নয়নে।
হাজার শত জীবকুল।


রাতের আঁধারে,
জোনাকিরা পথ ধারে।
জ্বেলে আছে প্রেমের বাতি।
ঐ শান্ত গগনে,
শত তারা নিজ মনে।
জ্বেলেছে,প্রদীপ সারারাতি।


চন্দ্র খোঁজে, গগন মাঝে।
এসেছে কি ঐ পবিত্র তারা?
তারে বিনা, সবার জানা।
আকাশ আসর দিশেহারা।


রামধনু, পরাগ রেণু-
অপেক্ষয় আছে সারাক্ষণ।
এই শুভ দিনে,এই শুভ ক্ষণে-
হবে যে  বরণ।
..................................................................
ইংরাজিঃ ৩০-১২-২০১৭,রাত্রিঃ ১০.১৫ টা
নগর, মুর্শিদাবাদ