হৃদয় গুহায়,মনের গভীরে আছে যে স্বরলিপি-
পুষ্প কুঁড়ির সুপ্ত আশা,ছিল নাকি মুখবন্ধ ছিপি।
আজও পাইনি সে আসার অনুকুল বাতায়ন---
হৃদয় গুহায়,সুপ্ত আজও- বাইরে উষ্ণ বাষ্পায়ন।


চাপা পড়ে,পড়ে থাকা হৃদয়ের আবর্জনা জঞ্জালে।
ঘুমন্ত শিশু-চিরকাল ঘুমিয়ে থাকে,মানবের অন্তরালে।
হৃদয়ের স্বরলিপি হবে না কোন দিন স্বচ্ছ প্রকাশ?
পুষ্প কুঁড়ি আজও চির ঘুমন্ত,অঝরে কাঁদে যে আকাশ।


হৃদয়ের গভীরের,হয়নি আজও গুহা লিপির আবিষ্কার-
শত বেদনায়,শত কান্নায়,ভেঙে পড়ে বুকের পাঁজর-
শুনেছো কি আজও তার চীৎকার?
হবে কি হৃদয়ের পুষ্প কুঁড়ির উদ্ধার?


......................................................
ইং-২১.১২.২০১৭,বৈকালঃ ৪.৩০টা
খড়গ্রাম, মুর্শিদাবাদ