বেড়ে চলেছে ধীরে ধীরে,
বয়স নামের অজানা হিসাব-
শুরু থেকেই শেষের দিকে লিখে চলেছে নানা কিতাব।


আমারও বয়স হয়েছে,
ভাবিনি কখনো কোন সময়।
পৃথিবীরও বয়স বেড়েছে- ভেবেছে কি কখনো কারও হৃদয়।


যুগ থেকে যুগে ধীরে ধীরে,
কালের স্রোতে আজ ভাসমান-
বহু কথা,নানা ব্যথা,বুকে চিরে যায় আজও তারা দৃশ্যমান।


সময়ে  কিছু ক্ষয়ে যায়,
কিছু রয়ে যায়-জীবনের অন্তরালে।
হয়েছে বিবর্তন,হয়েছে সৃষ্টি ধবংস এসেছে প্রলয় কালে কালে।