ভাঙা ভাঙা ইচ্ছাগুলো,
ধরেছে আজ বায়না ।
মনের মাঝে ঘুরে ফিরে,
কোথাও উড়ে যায় না।


বলি যা না তোরা,
ঐ নীল পরীদের দেশে।
হেসে খেলে ফিরে আয়,
নতুন রুপের বেশে।


লোভী লোভী ইচ্ছাগুলো,
চলে,হীরক রাজার পুরে।
মুক্তা মানিক নিয়ে আসে?
লোভী শুন্য হৃদয় ভরে।


ভালো ভালো ইচ্ছারা আজ,
ভিড়ের মাঝে আজ বোকা।
ভালো কাজ করতে গিয়ে,
শুধু সদা  খায় ধোকা।


নব নব ইচ্ছাগুলো,
আবল তাবল ভাবে কি সব?
ছট ফটিয়ে এঁকে বেঁকে-
সকাল বিকাল করে কলরব।


যখন তখন ছুটে চলে
অজানা কল্প রাজার দেশে।
ঘুরে ফিরে  ছুটে আসে,
যেন আঘাত পেয়ে শেষে।


মোটা সোটা ইচ্ছারা সব,
কেন অলস বুঝি আজ?
মনের মাঝে ঘুমিয়ে থাকে,
ফেলে হাজার শতক কাজ।


কিছু কিছু ইচ্ছাগুলো-
আঁকে নানান নতুন ছবি।
সকাল বিকাল ঘুমটি ফেলে,
খুঁজে প্রাণের আলোর রবি।


বাকি থাকা ইচ্ছাগুলো
স্বপ্ন  মেখে ভেসে চলে।
স্বপ্ন দেখে  আর কথা বলে।
পুঞ্জ পুঞ্জ মেঘের দলে।


আঘাত পাওয়া ইচ্ছাগুলো,
মনে মাঝে,অচল ভাবে থাকে।
শত কত ব্যথার কথা
তারা বলে যাকে তাকে।


উচ্চ আশার ইচ্ছা সকল,
ঘুমিয়ে থাকে বেশি বেশি।
তাদের যদি নাই ভাঙে ঘুম,
অন্যরা হয় খুব খুশি।


হৃদয় মাঝে ইচ্ছেরা সব---
উড়ে অলীক কল্পনায়।
মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে-
ব্যকুল, দুঃখ,কষ্ট বেদনায়।


চলে যাওয়া ভালো ইচ্ছাগুলো
আজ মনের খাতায় স্মৃতি।
পদে পদে আঘাত খেয়ে-
হয়ে গেছে সব ইতি-----


জেগে উঠ ইচ্ছারা সব,
ভাবে নতুন কিছু গড়ি---
মনের মাঝে স্বপ্ন নয়,
বাস্তবকে এত কেন ডরি?


....................................
১৪ ই আগষ্ট-২০১৭