যদি বয়ে যাই-
               দখিনা হাওয়ায়।
      নাম ধরে আর ডেকো না।


যদি মিলে যাই-
              ঐ তারায় তারায়।
     কোনো দিন আর ভেবো না।


যদি মিশে যাই-
              ঐ মাটির কণায়।
     আর কোনো দিন পাবে না।


যদি ভেসে যাই-
               জল স্রোত ধারায়।
     কোনো দিন ফেরা হবে না


যদি চলে যাই-
             ঐ পাখির  গলায়।
      কখনও  আর  খুঁজো না।


যদি  থেকে যাই-
             ঐ লতায় পাতায়।
       হৃদয়ে আর তো রব না ।


যদি রয়ে যাই-
            ঐ নদী মোহনায়।
      কখনই ফিরে যাব না।


যদি ভেসে যাই-
            ঐ মেঘের ছায়ায়।
     আর কোনো দিন পাবে না।
............................................................
১১-০৬-২০১৮ (নগর, মুর্শিদাবাদ)