আকাশ একদিন ভাবতে বসবে,
বুকে মেঘ জমবে কবে?
সবুজ পৃথিবীরও হবে অভিমান,
মেঘ থাকে যদি অনুরাগে।


        বিমুখ হবে বৃষ্টিধারা,
        নষ্ট হবে সৃষ্টি সারা,
ধরায় খরায়,
        জাগবে বিশ্ব পরিবেশ।
        ধূসর হবে সারা দেশ।


বৃষ্টিধারার একটু অনুরাগে,
হতাশা আসবে ঝর্ণা বাগে,
        যদি ঝর্ণা থাকে অভিমানে,
        নদী রবে শুধু বিষাদ মনে,
শুকিয়ে যাবে বুক।
আসবে শুধু দুঃখ।


সৃষ্টি হবে শূন্য আশা।
ব্যর্থ হবে ভালোবাসা।
.......................................
০৯-০৯-২০১৮, নগর, মুর্শিদাবাদ।