ঐ একটু দূরে-
দেখা যায় কিছু ছোট্ট কুঁড়ে।
গাঁয়ের এক প্রান্তরে-
জরাজীরণ,অসহায় পরিবার-
ক্ষুধার ব্যথা তাদের অন্তরে-
কেউ নেই তাদের, একটু ব্যথা শুনিবার।


ঐ জমির মাঝে-
সকাল বিকাল,সাঝে,
কুড়ায় একটু একটু করে,
ঝরে পড়ে থাকা পাকা ধান,
কুড়ায় আর জানায় ব্যথা-
কে করিবে ইহার সমাধান।


হাঁড়ি থাকে উনুনে-
জ্বলে কাঠ-খড় একটু,
ফাঁকা হাড়ি-শুন্য বাড়ি,
নেই দানা শষ্য-
ক্ষুধার জ্বলায় পেঠ জ্বলে।
হয় কি আর সহ্য।


উন্নয়নের পথ ধরে-
ছুটে যায় সভ্যতা,
উজ্জ্বল  আলোর পিছে-
আঁধারে মাঝখানে কাদের যেন ব্যস্থতা।
বিকাশের মাঝে,কারা যেন পিছে আজ?
অসংখ,অসহায়,অনাহার মানুষের বসবাস।


রচনাকাল-
১৯৯৩ সাল-
পথে যেতে যেতে-