অন্তিম দিগন্তের ভিজে বারান্দায় সময়ের দুই চোখে আলসে ঘুম।
বিশ্ব ব্রহ্মান্ড নিতে ইচ্ছুক বিশ্রাম বৃদ্ধ গোধূলি বেলার শেষ রাতে ।


অর্ধনারী জেগে ওঠে সূর্যের শেষ কিরণের ছোঁয়ায়,
মাটির শরীরে লতাপাতার মতো।
হারিয়ে যায় সৃষ্টির ইতিহাসে ভিন্ন প্রজাতির জীবন চক্র এর দীর্ঘ দিনের যুদ্ধের ইতিহাস।


প্রজাপতির মতো জীবন বৃত্তান্ত-ডিম,লার্ভা, শুয়ো পোকা, শেষে প্রজাপতি।


ঘুম শেষে জেগে ওঠে বৃদ্ধ পিরামিডের পাঁজরের তুতেন খামেনের পরাজয় যন্ত্রণা।
জেগে ওঠে মৃত স্বপ্ন ভাবনার অসহায় কঙ্কাল।


কর্ম শেষে নীরব নিশ্চিন্ত ভাবনাহীন নিদ্রার দেশে বিশ্রাম।
শুধু রমণী জানে পৃথিবীর সৃষ্টির ইতিহাসের বেদনা।
তবুও অসহায় অনন্ত কাল। নয়নে সৃষ্টির অশ্রুজল।