জানি তোমার আরও এক নাম জীবন,
বলেনি কেউ কখনও আরও নাম মরণ।
ভালোবেসে হেসে,
মায়া মমতার বেশে,
দিবা নিশি,বেশি বেশি,
দিয়েছো মমতা,সুখ-কখনও পাল্টেছো ধরন।
অতি রুষ্ঠ হয়ে,
কার রাগ নিয়ে,
মেতেছো ক্ষয়ে
কোমল পৃথিবীর বুকে মেরেছো তীব্র ঢেউ তরঙ্গ,
ভেঙেছে পাঁজর,ছিড়েছে মাংস পেশী,ক্ষত সারা অঙ্গ।